Khoborerchokh logo

গাজীপুরের ডাকাতি কালে দেশীয় অস্ত্র, প্রাইভেটকার সহ ০৪ আন্তঃ জেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করেছ র‌্যাব-১। 611 0

Khoborerchokh logo

গাজীপুরের ডাকাতি কালে দেশীয় অস্ত্র, প্রাইভেটকার সহ ০৪ আন্তঃ জেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করেছ র‌্যাব-১।


র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর কর্তৃক যাত্রীবাহী গাড়ীর এক যাত্রীর ফোন কলের মাধ্যে জানতে পারে যে, গাজীপুরের ইপসা গেইট এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ০১টি প্রাইভেটকার করে এসে ময়মনসিংহ হতে ছেড়ে আসা যাত্রীবাহী আলম এশিয়া গাড়ীটি থামিয়ে ডাকাতির প্রচেষ্টা করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে টহল ডিউটিতে নিয়োজিত টহল দল সহ অতিদ্রুত সময় উক্ত গাড়ীতে অভিযান পরিচালনা করে গাড়ীতে ডাকাতি কালে দেশীয় অস্ত্র ও প্রাইভেটকার সহ আন্তঃ জেলা ০৪ ডাকাত সদস্যকে হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ আতাহার আলী(৩৫), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-আকলিমা বেগম, সাং-চৈত্রজানি, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর, এ/পি-সাং-বাসন বাইপাস সড়ক(হামিদুল এর বাড়ির ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ২। মোঃ উজ্জ্বল মিয়া(৩০), পিতা-আব্দুল মুনাব, মাতা-মোসাঃ আকলিমা বেগম, সাং-মির্জাপুর, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, এ/পি-সাং-নলজানি(আলা উদ্দিন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ নজরুল ইসলাম@রুবেল(৩৫), পিতা-মৃত আসন আলী, মাতা-রোকেয়া বেগম, সাং-শোষাইল, থানা-ঈশ^রগঞ্জ, জেলা-ময়মনসিংহ, এ/পি-সাং-নলজানি, ওয়্যারলেস (কবির এর বাড়ির ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৪। মোঃ জাকির হোসেন(৩৭), পিতা-মোঃ আাব্দুল খালেক, মাতা-জাকিয়া বেগম, সাং-পচাকুরালিয়া, থানা-আমতলী, জেলা-পটুয়াখালী, এ/পি-হোল্ডিং নং-১৫, লেন-১, হাছান উদ্দিন সড়ক(বজলুর বাড়ির ভাড়াটিয়া), থানা-বাড্ডা, ডিএমপি, ঢাকা। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ডাকাতদের দখল হইতে ০১(এক)টি চাপাতি, ০২(দুই)টি চাকু, তাদের ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার, নগদ ৬,০০০/- টাকা এবং ০৪(চার) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার বর্ননাঃ অদ্য ০২-০৯-২০২০ তারিখ রাত অনুমান ২৩.৩০ ঘটিকার সময় আলম এশিয়ার নামক একটি গাড়ী যাত্রী নিয়ে ময়মনসিংহ হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। উক্ত গাড়ীটি গাড়ীপুরের ইপসা গেইট আসার পর একটি সংঘবদ্ধ ডাকাত দল ০১টি প্রাইভেটকার করে এসে গাড়ীটির গতিরোধ করে গাড়ীর চালকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে গাড়ীতে থাকা যাত্রীদের মালামাল ডাকাতি করার চেষ্টা করে। উক্ত অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে টহল ডিউটিতে নিয়োজিত টহল দল অতিদ্রুত সময় উক্ত গাড়ীতে অভিযান পরিচালনা করে ডাকাতি কালে উপরোক্ত ডাকাতদেরকে হাতে নাতে গ্রেফতার করে। 

উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিএমপি গাজীপুর সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com